হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী নাজাফী
قَالَ الرَّضٰا : کَانَ اَبِیْ اِذَا دَخَلَ شَھْرُ الْمُحَرَّمِ لاٰ یُرٰی ضَاحِکًا وَکَانَتِ الْکابَه تَغْلِبُ عَلَیْهِ حَتّٰی یَمْضِیَ مِنْهُ عَشْرَة اَیَّامٍ ،فَاِذَا کَانَ الْیَوْمُ الْعٰاشِرُ کَانَ ذَٰلِكَ الْیَوْمُ یَوْمَ مُصِیْبَتِهِ وَحُزْنِهِ وَبُکٰائِهِ ....
ইমাম আলি রেযা (আঃ) বলেছেন :
"যখন মহার্রাম মাস আসে, তখন আমার বাবা ইমাম মুসা কাযিম (আঃ)-কে কেউ হাসতে দেখতো না বরং তিনি বিষাদগ্রস্ত অবস্থায় থাকতেন। আর যখন দশ মহার্রামের দিন আসতো, তখন সারা দিন তিনি মুসিবত, দীর্ঘশ্বাস এবং ক্রন্দনের মাধ্যমে অতিবাহিত করতেন।"
ইমাম খোমেনী (রহঃ) বলেন : মহার্রাম ও সফর মাসের কারণেই ইসলাম জীবিত আছে। কার্যত আহলেবায়েত (আঃ) নিজেরাই মানুষকে বলেছেন যে, মহার্রাম হল শোকের মাস।